ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন। দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সিলেটের রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টার দিকে সিলেটে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা একটি বিকট শব্দের পরপরই একাধিক বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে উল্টে পড়ে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইঞ্জিনসহ অন্তত তিনটি বগি উল্টে রয়েছে এবং রেললাইন উপড়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।