
ইরানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে মিশরসহ ২১টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি দুই পক্ষের মধ্যকার উত্তেজনা কমানো ও পারমাণবিক নিরস্ত্রীকরণে পক্ষপাতহীন উদ্যোগ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছে দেশগুলো। খবর আলজাজিরার।
সোমবার (১৬ জুন) এক খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলআত্তির উদ্যোগে এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই পদক্ষেপ নেন তিনি।
চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো মিশর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাঁদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।
এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন দাবি করে নিন্দা জানান।
চিঠিতে বলা হয়েছে, ইরান ও ইসরাইলের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে— তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং এখন জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি প্রয়োজন।
আরও বলা হয়েছে, তারা চান যে মধ্যপ্রাচ্য যেন পরমাণু অস্ত্রমুক্ত থাকে এবং এই অঞ্চলের সব রাষ্ট্র যেন জাতিসংঘের পরমাণু প্রকল্প বিষয়ক চুক্তি নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপন বা এনপিটিতে স্বাক্ষর করে।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকে পালটাপালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরাইল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে। এতে উভয় দেশের তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন।





