আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে ঠাঁই হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গ্রহণযোগ্য এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ কেউ যদি আওয়ামী লীগকে সমর্থন করেও থাকেন, তবুও তিনি বিএনপির সদস্য হতে পারেন—যদি তিনি কখনো বিএনপির ক্ষতি না করে থাকেন।”

আজ শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “আওয়ামী লীগের চিহ্নিত দোসর, যারা অতীতে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মামলা দিয়েছে, নেতা-কর্মীদের হয়রানি করেছে—তাদের সদস্যপদ দেওয়া যাবে না। কিন্তু যদি কেউ রাজনৈতিকভাবে সক্রিয় না থাকেন, সমাজে গ্রহণযোগ্যতা থাকে এবং আমাদের কাজে পরোক্ষভাবে সহযোগিতা করেন, তাহলে তাদের দলে নেওয়ার সুযোগ আছে।”

তিনি বলেন, “সদস্য করার ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট মানদণ্ড আছে। সমাজে যেসব ব্যক্তি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, যাদের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—তাদের সদস্যপদ দেওয়া যাবে না। তাঁদের বাদ দিতে হবে।”

সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, “যাদের দেখলে মানুষ আমাদের ভোট দিতে ভয় পায়, যারা নেতিবাচক ভাবমূর্তি তৈরি করে, তাদের দূরে রাখতে হবে। সদস্য হতে হবে দিনের আলোয়, লুকিয়ে নয়। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সদস্য সংগ্রহ কার্যক্রম প্রচার করতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাই সমাজের বৃহত্তর অংশকে দলে আনতে হবে। সব থানা ও ইউনিয়ন পর্যায়ে সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম বিস্তৃত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান। সঞ্চালনায় ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

অনুষ্ঠানটি উৎসাহজনক পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।