নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংগঠনের লকডাউন ঠেকাতে সাভার-আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সাভারের জাহাঙ্গীর নগরের ডেইরি গেইট এলাকায় একটি চেক পোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তল্লাশি শেষে ছেড়ে দেওয়া হয় পরিবহন।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের লকডাউন ও নাশকতা ঠেকাতে  সাভারের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পরিবহন ও যাত্রীদের ব্যাগ, লাগেজ ও মালামাল তল্লাশি করা হয়। তল্লাশি শেষে ছেড়ে দেওয়া হয় পরিবহনগুলো।

দেশের শান্তি বজায় রাখার জন্য এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বর্তমান সরকার।

মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।