
লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি : দূর দুরান্ত থেকে আসা কপোত কপোতীর অসামাজিক কার্যকলাপের অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে Happy প্যালেস মিনি পার্কের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নিবাহী অফিসার তানজিমা আঞ্জুম সোহানিয়া এ জরিমানা করেন।
জানা গেছে, রনচন্ডী ইউনিয়নের ধরেয়ার বাজার সংলগ্ন জলঢাকা-রংপুর মিনি মহাসড়কের পাশে Happy প্যালেস নামে মিনি পার্ক পরিচালনা করে আসছেন সোনাকুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে ওয়াজেদুর রহমান। সে দীর্ঘদিন ধরে পার্কের নামে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া এসব অসামাজিক কার্যকলাপ হাতে নাতে ধরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় পার্কের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেন এবং পার্কটির প্রধান ফটক সিলগালা করেন। এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) লুৎফর রহমান।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া জানান, Happy প্যালেস মিনি পার্কটি পরিচালনা করার কোনো লাইসেন্স নেই। পার্কে বিভিন্ন বয়সী ছেলে-মেয়ে, তরুণ-তরুণী, যুবক-যুবতীদের ব্যাপক যাতায়াত। যাদের অধিকাংশই বিবাহবহির্ভূত। পার্কটির মালিককে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে।





