সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় ও অসুস্থ ব্যাক্তিদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে স্থানীয় বিএনপি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে সাভারের ছায়াবিথি এলাকায় এ কর্মসুচী পালন করেন তারা।

যুবদল নেতা ও মেয়র প্রার্থী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভারের সাবেক এমপি ও বিএনপি’র মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

এসময় শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দিয়ে সালাউদ্দিন বাবু বলেন, এখনও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। যত ষড়যন্ত্রই হউক না কেন তা জনগনকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

মোঃ আনোয়ার সুলতান, সাভার (ঢাকা)।