
বিশেষ প্রতিনিধি, মোঃ আসাদুজ্জামান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।
আপিল বিভাগ নিশ্চিত করেছেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্টের পূর্ববর্তী মতামত (বিশেষ রেফারেন্স) এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে গঠিত হওয়ায় এটি আইনসম্মত।
পূর্ণাঙ্গ রায়ে উল্লেখ করা হয়েছিল যে, এই সরকার আইনি দলিল এবং পাশাপাশি “জনগণের ইচ্ছায় সমর্থিত”। আপিল বিভাগ সেই পর্যবেক্ষণ বহাল রেখেছেন।
এর আগে, ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পতনের পর সৃষ্ট অনন্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুরোধে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। সেই মতামতের ভিত্তিতেই সরকার গঠিত হয়। এই রায়ের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি আরও সুসংহত হলো।
উল্লেখ্য, আপিল বিভাগ গত ২০ নভেম্বর এক যুগান্তকারী রায়ে ভবিষ্যতে নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করলেও, সেই ব্যবস্থা পরবর্তী (চতুর্দশ) সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে।





